promotional_ad

করোনা মোকাবেলায় এগিয়ে এলো লঙ্কান ক্রিকেট বোর্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা থমকে দিয়েছে সমগ্র বিশ্বের ক্রীড়াঙ্গন। একে একে দেশের সকল ক্রিকেট বন্ধ করে দিচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। বাংলাদেশ, ভারত, ইংল্যান্ডের সাথে তাল মিলিয়ে দেশের সব ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।


ক্রিকেট বন্ধ করে দেয়াতেই সীমাবদ্ধ রয়েছে বিশ্বের সকল ক্রিকেট বোর্ডগুলো। কিন্তু ব্যতিক্রমী এক পদক্ষেপ নিল এসএলসি। দেশের করোনায় আক্রান্তদের সাহায্যার্থে সরকারকে আড়াই কোটি শ্রীলঙ্কান রুপি অনুদান দিচ্ছে লঙ্কান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।



promotional_ad

রবিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা দেশব্যাপী স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেছে। এটা প্রতিরোধের লড়াইয়ে সরকারকে ২৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি অনুদান দিচ্ছে এসএলসি। সরকারকে অনতিবিলম্বে এটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সমস্যার গুরুত্ব বুঝতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট সরকারকে সাহায্য করার জন্য আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।’


বিবৃতিতে এসএলসি আরও বলা হয়, ‘বোর্ড এরই মধ্যে সব ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে জাতীয় ও প্রথম শ্রেণির সব ক্রিকেটারকে ঘরে থাকতে বলে দেওয়া হয়েছে। সরকারের সব নিয়ম কানুন মানতে বলে দেওয়া হয়েছে। আমাদের খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিরাপদ থাকার আহ্বান জানাচ্ছে।’


বোর্ডের এই সিদ্ধান্তে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহেন্দ্রা রাজাপাক্সে। নিজের ব্যক্তিগত টুইটারে বোর্ডের অনুদান দেয়ার উদ্যোগের প্রশংসা করে তিনি টুইট করেছেন।



তিনি টুইটে লিখেন, ‘শ্রীলঙ্কা বোর্ডকে ধন্যবাদ জানাই সরকারকে আড়াই কোটি রুপি দান করে সহায়তা করার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যত সাহায্য আসছে, তাতে ভাষা হারিয়ে ফেলছি। খেলোয়াড়েরা যারা ব্যক্তিগতভাবে সাহায্যের জন্য এগিয়ে আসছেন, তাদেরও ধন্যবাদ। এক সঙ্গে লড়লে আমরা পারব বলে আশাবাদী।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball