আইপিএল নিয়ে এখনও আশায় বিসিসিআই
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে পিছিয়ে গেছে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। ২৯ মার্চ শুরু হবার কথা থাকলেও পিছিয়ে সেটি নেয়া হয় ১৫ এপ্রিল। কিন্তু তারপরও কাটেনি শঙ্কা। বরং দিনদিন তা মোড় নিচ্ছে বাতিলের দিকে।
তবে আশার বাণী শোনালেন বোর্ড অফ কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের মতে এপ্রিলের শেষ সপ্তাহে করোনার প্রভাব স্বাভাবিক হয়ে আসবে এবং মে মাসের প্রথম সপ্তাহে হলেও মাঠে গড়াবে আইপিএলের চলতি বছরের আসর। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, 'সর্বশেষ আমরা অপেক্ষা করতে পারি এপ্রিলের শেষ অবধি। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি প্রথম খেলাটি না খেলা হয় তবে এই বছর লিগটি আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। আপনি মনে করে দেখুন আমরা ৫৯টি ম্যাচ ৩৭ দিনে খেলে শেষ করেছিলাম। সেই হিসেবে এই আসরেও একই পন্থা অবলম্বন করা যেতে পারে।'
এর আগে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে করোনভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে পরিস্থিতি মাথায় রেখে ১৫ এপ্রিলের পরে সরকার নতুন পরামর্শ নিয়ে আসার পরেই আইপিএলের ১৩তম আসরের ভাগ্য নির্ধারণ করা যাবে।
এই প্রসঙ্গে ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেন রাজিজু বলেন, '১৫ এপ্রিলের পরে সরকার পরিস্থিতি অনুযায়ী নতুন উপদেষ্টা এবং নির্দেশিকা নিয়ে আসবে। তবে এখানে এটি কেবল ক্রীড়া অনুষ্ঠানের প্রশ্ন নয়, নাগরিকদের সুরক্ষার প্রশ্ন।'