স্বপরিবারে আইসোলেশনে ওয়াসিম আকরাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেটারদের ভেতরেও। সতর্কতাবশত কোয়ারেন্টাইন, আইসোলেশনে যাচ্ছেন অনেকেই। তারই অংশ হিসেবে স্বপরিবারে হোম কোয়ারেন্টিনে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে ইতোমধ্যেই অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছেন সাবেক এই ক্রিকেটার এবং তার পরিবারের সদস্যরা। আইসোলেশনের অংশ হিসেবে ইতোমধ্যেই ঘরের বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছেন সুইং অফ সুলতান। জনসমাগম এড়িয়ে সারাক্ষণ এক প্রকারে গৃহবন্দি থাকছেন তিনি।

শুধু তাই নয়। স্বপরিবারে এই স্বেচ্ছা আইসোলেশন বেশ উপভোগ করছেন সাবেক বা হাতি এই পেসার। ইতিমধ্যে তার স্ত্রী শানেইরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, ওয়াসিমের সঙ্গে বেশ ভালো সময় অতিবাহিত করছে তাঁর মেয়ে আইলা। বাবার সঙ্গে চুল নিয়ে খেলছে সে।
ওয়াসিম আকরাম এবং তাঁর মেয়ের কাটানো অসাধারণ মুহূর্ত বিমোহিত করেছে সবাইকে। করোনার ভয়াবহ পরিস্থিতিতে এরকম দৃশ্য অনেকের মনেই বইয়ে দিয়েছে স্বস্তির এক পশলা বাতাস।
সাবেক এই পেসারের মতো স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা, সাবেক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানও। সেই সঙ্গে আইসোলেশনে রয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটাররাও।