স্বেচ্ছা আইসোলেশনে গিলেস্পি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড থেকে ফিরেই স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন সাবেক অজি তারকা জেসন গিলেস্পি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন সাসেক্সের এই হেড কোচ। দেশে ফিরেই দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় আইসলেশনে যান তিনি।

ইংলিশ কাউন্টি টিম সাসেক্সের কোচের দায়িত্ব পালন করে গিলস্পি অস্ট্রেলিয়ায় ফিরে এসে সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন। বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারী আকার ধারনের কারণে দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করে দেশে ফিরেছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
টুইটারে তিনি লিখেন, 'সাসেক্সের নেয়া সিদ্ধান্তের ভিত্তিতে অস্ট্রেলিয়াতে ফিরে যাওয়াই আমার জন্য উপযুক্ত হবে বলে আমি মনে করছি। সেক্ষেত্রে আমি বর্তমানে ২ সপ্তাহের জন্য আইসোলেশনে যাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকার। এটাই আমাদের জন্য একমাত্র উপায় বলে আমি মনে করি।'
এর আগে সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা, সাবেক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানও করোনার প্রভাবে স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছেন।