এইচপি'র নতুন কোচ চাম্পাকা?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক লঙ্কান পেসার চাম্পাকা রামানায়েকে। বিষয়টি নিশ্চিত করেছেন এইচপি দলের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।
দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করছেন রামানায়েকে। এর সুবাদে ক্রিকেটারদের সঙ্গেও গড়ে উঠেছে তাঁর দারুণ সখ্যতা। তাই লঙ্কান এই কোচের প্রতি ভরসা রাখতে চাইছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক দুর্জয়।

এই প্রসঙ্গে দুর্জয় বলেন, 'চাম্পাকা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং খেলোয়াড়দের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে তাই স্বাভাবিকভাবেই তিনি প্রধান কোচের ভূমিকা নিতে বেশ আগ্রহী এবং পছন্দের তালিকায় আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে কথা বলে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।'
এদিকে এইচপি দলের দায়িত্বভার বুঝে নিতে বেশ আশাবাদী চাম্পাকা। বিশেষ করে গত দুই বছরে তাঁর পারফরম্যান্স বিবেচনায় এইচপির প্রধান কোচের পদ পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
এর আগে এইচপি ইউনিটের দায়িত্বে থাকা সাইমন হেলমটের সঙ্গে বিসিবি চুক্তি নবায়নের সিদ্ধান্ত না নেয়ায় প্রধান কোচের পদটি শূন্য হয়ে যায়।
সেবার ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল নিক্সনকে হেলমটের বদলি হিসাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসা হয়নি নিক্সনের। এবার শেষ পর্যন্ত এই পদে দায়িত্ব পেতে যাচ্ছেন চাম্পাকা। আনুষ্ঠানিক ঘোষণার পরই দায়িত্বভার বুঝে নিবেন সাবেক এই লঙ্কান পেসার।