promotional_ad

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ)। করোনার কারণে স্থগিত করা হল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। গেল বুধবার (১৮ মার্চ) আয়ারল্যান্ড সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এরই প্রেক্ষিতে শনিবার (২১ মার্চ) বিসিবির সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে বিবৃতি দেয় ক্রিকেট আয়ারল্যান্ড।


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেছিলেন, 'আয়ারল্যান্ড সিরিজের ব্যাপারে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নেবে। তাদের জন্য সফর আয়োজন করা কতোটুকু সম্ভব হবে এটা তারাই বুঝবে। এই ব্যাপারে আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের সাথে আমরা যোগাযোগ করছি। আয়ারল্যান্ড এই ব্যাপারে তাদের অবস্থান আমাদের কাছে জানাবে।' 



promotional_ad

তাঁর এই ঘোষণার কিছুসময় পরই ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেট্রাম বিসিবির সাথে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা খুব শীঘ্রই সিরিজটি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসবো।'


তিনি আরও বলেন, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং সেই সঙ্গে প্রাসঙ্গিক ক্রীড়া সংস্থা, জনস্বাস্থ্য সংস্থা এবং আমাদের স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করব এবং যথাযথভাবে আপডেট সরবরাহ করব।'


এর আগে সিরিজ বাতিলের প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমি শুরুতেই বলেছি আমরা কোনোভাবেই ক্রিকেটারদের বিপদে ফেলার সিদ্ধান্ত নেবো  না। প্রয়োজন হলে আয়াল্যান্ড সফর নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। এই সমস্যা শুধু আমাদের নয়, গোটা বিশ্বের। তাই পরিস্থিতি বুঝেই আমরা যেকোনো কিছু করতে প্রস্তুত আছি।'



শুধু আয়ারল্যান্ড সফরই নয়, ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে যেকোনো সিরিজ বাতিল কিংবা স্থগিত করতে প্রস্তুত বিসিবি বলে জানান আকরাম। ক্রিকেটারদের জীবন নিয়ে কোনো প্রকার ঝুঁকি নে??া হবে না বলেও নিশ্চিত করেন সাবেক এই অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball