promotional_ad

ওয়ানডে খেলতে তাইজুলকে অনুপ্রাণিত করেছিলেন ভেটরি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


তাইজুল ইসলামের নামের পাশে লেগে গিয়েছে টেস্ট বোলারের তকমা। কেননা ৬ বছরের ক্যারিয়ারে রঙ্গিন পোশাক পড়ে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন মাত্র ১১ টি ম্যাচে। অপরদিকে সাদা পোশাকে খেলেছেন এখন পর্যন্ত ২৯টি টেস্ট।


অভিষেকেই হ্যাট্রিকের কীর্তি গড়া এই স্পিনার সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির দুই বলের খেলার জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। যার ফলে জিম্বাবুয়ে সিরিজে রঙ্গিন পোশাকে লম্বা সময় পর মাঠে দেখা গিয়েছিল তাঁকে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিয়েছিলেন দুইটি উইকেটও।



promotional_ad

ক্রিকেটের দুইটি ভিন্ন ফরম্যাটে লম্বা সময়ের বিরতির পর খেলতে নেমে দুর্দান্ত বোলিং করাটা স্বাভাবিকভাবেই বেশ কঠিন বিষয়। তবে তাইজুল তাঁর এই দুর্দান্ত বোলিংয়ের সম্পূর্ণ কৃতিত্ব দিলেন স্পিন কোচ ডেনিয়েল ভেটরিকে। বললেন তাঁর অনুপ্রেরণাতেই ওয়ানডে খেলেছিলেন তাইজুল।


তাইজুল বিডিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমিও নিজেকে টেস্টের জন্য মানিয়ে নিয়েছিলাম। ভেটোরি যখন বললেন যে একই বোলিং দিয়ে শুধু টুকটাক কিছু কাজ করলেই ওয়ানডে খেলতে পারব, আমারও মনে হলো যে চেষ্টা করি। রোহিত শর্মার কথাই ধরুন, কিছুদিন আগেও শুধু সাদা বলের ক্রিকেটার ছিল। এখন টেস্টে ভালো করছে। চেষ্টা করতে ক্ষতি নেই। না পারলে তো বাদ দেবেই।'


সেই সঙ্গে জাতীয় দলের এই স্পিনার মানেন যে সব খেলোয়াড় ক্রিকেটের সব সংস্করণের জন্য উপযুক্ত নয়।



এই প্রসঙ্গে তাইজুল বলেন, 'আমার কাছে মনে হয়, আল্লাহ সবাইকে সব প্রতিভা দেন না। সবাই সব পারে না। কে কোন দিকে বেশি ভালো, এটিও বুঝতে হবে। যে যেদিকে ভালো, সেদিকে থাকতে পারে। আবার কেউ যদি মনে করে, অন্য দিকেও ভালো করতে পারে, চেষ্টা করতে ক্ষতি নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball