করোনা'র বিপক্ষে 'টেস্ট' খেলতে বললেন শচিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বজুড়ে মারাত্মকরূপ ধারণ করেছে করোনাভাইরাস। করোনার করাল গ্রাসে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো ক্রিকেটবিশ্ব। ক্রিকেটের এহেন দুর্যোগকালীন সময় করোনার বিরুদ্ধে লড়াইয়ের পথ বাতলে দিলেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। বললেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইটা টেস্ট ক্রিকেট খেলার মত হওয়া উচিৎ। ধৈর্য্য, দলগত কাজ এবং প্রতিরোধের প্রবল মানসিকতা নিয়ে এই রোগের মোকাবেলা করতে হবে।
শচিন করোনাকে টেস্ট ক্রিকেটের সাথে তুলনা করে, এর বিরুদ্ধে ধৈর্য্য ও দলবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন এবং "আমাদের ভালো প্রতিরক্ষা করতে হবে" বলে সতর্ক করে লড়াইয়ের প্রস্তাব দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই কিংবদন্তি বলেন, 'বিশ্ব যখন কোভিড-১৯ মহামারীর সাথে লড়াই করছে, আমাদের এই সময়ের দুর্দান্ত পুরানো ফরম্যাট থেকে পাঠের সময় এসেছে। আমাদের উচিৎ ক্রিকেটের ৫ দিনের ফরম্যাটের কৌশলগুলোর মতো করে লড়াইয়ের চিন্তা ভাবনা করা।'
বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, 'আপনি যখন পিচের পরিস্থিতি বা বোলারকে বুঝতে পারছেন না, তখন কিন্তু রক্ষণাত্মক খেলাই আক্রমণের সেরা ফর্ম হয়ে যায়। আমাদের এখন প্রয়োজন ধৈর্য্য, যদি আমাদের ভালোভাবে পরিত্রাণ পেতে হয়।
সম্প্রতি ভারতে বেশ ছড়িয়ে পড়েছে মহামারী আকার ধারণকারী রোগটি। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু সহ ১৬৯ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছে ভারতে। সেই সঙ্গে বিশ্বের প্রায় ৯ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যবরণ করেছে।
রোগের সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।