promotional_ad

বিসিবির প্রস্তাবে ব্যাঙ্গারের না

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাবেক ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হবার প্রস্তাবটি। বেশ কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে টেস্ট দলের পরামর্শক হিসেবে দায়িত্ব নেবার প্রস্তাব দেয়। কিন্তু বিসিবির সেই প্রস্তাবে প্রথমে রাজি হলেও শেষ পর্যন্ত তা ফিরিয়ে দেন ব্যাঙ্গার।


ব্যাঙ্গার সংবাদমাধ্যম পিটিআইকে জানান, 'তারা (বিসিবি) আমাকে ৮ সপ্তাহ আগে প্রস্তাব দেয়। কিন্তু এর মধ্যে আমি স্টারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছি। এটা আমাকে ব্যক্তিগত ও পেশাগত দিকে ভারসাম্য আনতে সাহায্য করবে।'



promotional_ad

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেও ভবিষ্যতে তামিম-মুশফিকদের নিয়ে কাজ করতে চান ব্যাঙ্গার। তিনি বলেন, 'আমি ভবিষ্যতে বিসিবির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকবো।'


বাংলাদেশের ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন নিল ম্যাকেঞ্জি। বিসিবি বর্তমানে চাইছে শুধুমাত্র টেস্ট দলকে নিয়ে কাজ করুক এই দক্ষিণ আফ্রিকান কোচ।


এদিকে ম্যাকেঞ্জিও তিনটি ফরম্যাটের দায়িত্বে থাকতে চাচ্ছেন না। দুটো ফরম্যাটের বেশি দায়িত্ব নিতে চান না তিনি। সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাটিং পরামর্শদাতা খুঁজছিলো। সেই হিসেবে সব কিছু প্রায় ঠিকঠাকও হয়ে গিয়েছিল ভারতীয় এই কোচের সঙ্গে।



কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেন ব্যাঙ্গার। সরে আসলেন বিসিবির দেয়া প্রস্তাব থেকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball