সৌরভ-স্মিথদের মতো সম্মান পেতে চান শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার তাঁর ক্রিকেট ক্যারিয়ারে হরহামেশাই আলোচনার তুঙ্গে থাকতেন। ক্রিকেট ছেড়েছেন লম্বা সময় আগে। কিন্তু তারপরও থমে নেই তাঁকে নিয়ে আলোচনা। ক্রিকেটের নানা সঙ্গতি অসঙ্গতি তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলে। করে থাকেন ক্রিকেট বিশ্লেষণও। সাবেক এই পেসারের সমসাময়িকদের অনেক ক্রিকেটারই তাদের নিজ দেশের ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িত। অপরদিকে তাঁর দেশের ক্রিকেট প্রশাসনের কোথাও নেই তিনি।
সম্প্রতি পাকিস্তানের এক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রকাশ পায় তাঁর সেই ক্ষোভের। শোয়েব বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি চলছে। গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান। মার্ক বাউচার হেড কোচ। আর পাকিস্তানে উল্টো ছবি। আমাকে ব্যবহারই করা হচ্ছে না। টিভি শোতে বসা আমার কাজ নয়। আমায় ক্রিকেট প্রশাসনে আনা হোক।'

ক্রিকেট প্রশাসনে কাজ করার ইচ্ছা তাঁর বহুদিনের। কিন্তু তাঁর সেই ইচ্ছায় কখনোই কর্ণপাত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের কার্যবিধিকে দোষ দিয়ে শোয়েব বলেন, 'আমাদের দেশের এলিট ক্লাস চায় তাদের নিয়ন্ত্রণে থাকুক সাধারণ মানুষ। তা হলে, তাঁরা শাসন করতে পারবে। এলিট ক্লাস চায় অনুগত চেয়ারম্যান। তাদের কথা শুনবে এমন কাউকে নেতৃত্বে দেখতে চায়।'
সেই সঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে ভারতকে উদাহরণ হিসেবে নিতে পিসিবির প্রতি আহ্বান জানান সাবেক এই গতি তারকা।