promotional_ad

গিবসনের কাছ থেকে ইন সুইংয়ের তালিম নিচ্ছেন মুস্তাফিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মুস্তাফিজের প্রথম সময়গুলোতে ব্যাটসম্যানদের বেশ বেগ পেতে হতো তাঁর বল খেলতে। ইন সুইং, আউট সুইং, কাটার দিয়ে ব্যতিব্যস্ত করে রাখতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। কিন্তু হাতের অপারেশনের পর কেমন যেন হারিয়ে গিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে টাইগারদের নতুন বোলিং কোচের পরামর্শ মতো আগের অবস্থায় ফিরতে চালিয়ে যাচ্ছেন অনুশীলন।
 
গেল ইংল্যান্ড বিশ্বকাপের সময় বাংলাদেশি এই পেসার বলেছিলেন তাঁর ইন সুইং এবং কাটার নিয়ে আরও কাজ করবেন তিনি। সেই লক্ষ্যে মুস্তাফিজ পাঠ নিচ্ছেন নপতুন গুরু ওটিস গিবসনের। জানালেন, শিখছেন তিনি তাঁর গুরুর থেকে।



promotional_ad

মুস্তাফিজ বলেন, 'বল ভেতরে ঢুকানো শিখতেসে গিবসনের কাছ থেকে, খুব বেশি একটা পরামর্শ নাই। শুধু একটা গ্রিপ দেখায় দিয়েছে, হাতের কিছু বলে নাই, কবজিটা একটু ঠিক রাখতে বলেছে।'


সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে তাঁর স্বরূপে ফেরার কিছুটা নমুনার দেখা মিলে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সাত উইকেট পেয়েছেন মুস্তাফিজ। গত বছর সাদা বলের ক্রিকেটে সেরা বোলারদের একজন ছিলেন ২৪ বছর বয়সী এই পেসার।



উইকেট পেলেও বাংলাদেশি এই পেসার বল হাতে থামাতে পারছেন না প্রতিপক্ষের রানের চাকা। যার ফলে মাশুল দিতে হয়েছে তাঁর। লাল বলের ক্রিকেটে তাঁর সঙ্গে চুক্তিই করেনি বোর্ড। বোর্ডের ঘোষিত নতুন চুক্তিতে তিনি রয়েছেন কেবলই সাদা বলের তালিকায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball