ভারত-পাকিস্তান টেস্ট চান ওয়াকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ওয়াকার ইউনুস মনে করেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় ভারত-পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ হওয়া উচিৎ। সেই সঙ্গে এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী ৮ দলের মধ্যে ৬টির বিপক্ষেই খেলতে হবে। এই নিয়মের কারণে ভারত-পাকিস্তানের খেলা হচ্ছে না দুই বছর দীর্ঘ এই টুর্নামেন্টে।

সাবেক পাকিস্তানি পেসার বলেন, 'আমি জানি যে পাকিস্তান ও ভারতের মধ্যে সরকার এবং সরকারী পর্যায়েও একটি কঠিন পরিস্থিতি, তবে আমি মনে করি আইসিসির এই চ্যাম্পিয়নশিপে আরও সক্রিয় ভূমিকা পালন করার দরকার ছিল।'
ওয়াকার ইউনুস মনে করেন ভারত পাকিস্তানের টেস্ট ম্যাচ ছাড়া চ্যাম্পিয়নশিপ পুরোই অর্থহীন। তিনি বলেন, 'আইসিসির হস্তক্ষেপ করা উচিত ছিল এবং কিছু করা উচিত ছিল কারণ পাকিস্তান এবং ভারত টেস্ট ম্যাচ ছাড়া আমার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়া কোনও অর্থহীন নয়।'
২০০৭ সালের পর থেকে এই দুই দেশ পারস্পরিক কোনো টেস্ট ম্যাচে মুখোমুখি হয়নি। শুধু টেস্টই নয়, দুই দেশ খেলেনি পারস্পরিক কোনো সিরিজই। এখন দেখার বিষয় আইসিসি কতটা আমলে নেয় তাঁর এই নিবেদন।