promotional_ad

ধোনির জন্য আইপিএল মাপকাঠি নয়ঃ আকাশ চোপড়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গেল বিশ্বকাপের পর ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায়নি আর জাতীয় দলের জার্সিতে। বিশ্বকাপ পরবর্তি সময়ে দলের হেড কোচ রবি শাস্ত্রী স্পষ্ট বলে দিয়েছিলেন, ধোনির ভবিষ্যৎ নির্ধারণ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২০ সালের আসরের পর।


কিন্তু করোনা আতঙ্কে পিছিয়ে গিয়েছে সেই আসর। আপাতত পেছালেও ভাগ্য কিছুটা অনিশ্চিত এবারের ১৩তম আসরের। সেই সাথে ঝুলে রয়েছে জাতীয় দলে ধোনির ফিরে আসাটাও।



promotional_ad

তবে এমনটা মানতে নারাজ সাবেক ক্রিকেটার আকাশ চোপরা। তিনি মনে করেন ধোনিকে বিচারের জন্য আইপিএল উপযুক্ত মঞ্চ নয়। আইপিএলে না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ফিরতে সমস্যা হবে না মত পোষণ করেন এই ক্রিকেট বিশ্লেষক।


আকাশ চোপড়া বলেন, 'ধোনির মতো প্লেয়ারের ক্ষেত্রে আইপিএল কখনও মাপকাঠি হতে পারে না। ধোনি যদি দলে ফিরতে চায়, তাহলে ও যে কোনও মুহূর্তেই ফিরতে পারে। কারণ অভিজ্ঞতা সুপারমার্কেটে পাওয়া যায় না।'


তিনি আরও বলেন, 'ধোনির অগাধ অভিজ্ঞতা। দেশের যদি ধোনিকে দরকারই হয়, তা হলে যে কোনও সময়েই ওকে ফেরানো হতে পারে।'



সম্প্রতি করোনাভাইরাসের প্রভাবে পিছিয়ে দেয়া হয়েছে আইপিএলের ১৩তম আসরটি। ২৯ মার্চ শুরু হবার কথা থাকলেও পিছিয়ে তা নেয়া হয়েছে ১৫ এপ্রিলে। শুধু তাই নয় ভারতে অনর্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সকল প্রকার ক্রিকেট খেলাও। জার কারণে আরও বেশি অনিশ্চিত হয়ে পড়েছে আইপিএলের ভাগ্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball