বাবা হারালেন শফিউল, বিসিবির শোকবার্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শফিউল ইসলামের বাবা আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকবার্তায় বিসিবি জানায়, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেসার শফিউল ইসলামের পিতা জাহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে। তিনি মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকায় মৃতুবরণ করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বোর্ড মৃত্যের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।'

বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ চলাকালীন বাবার আইসিইউতে যাবার ঘটনায় সিলেট থেকে ঢাকা ফিরে আসতে হয়েছিল বাংলাদেশ দলের এই পেসারকে। তবে ঢাকায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন তিনি।
দলের হয়ে প্রথম ওয়ানডেতে খেলতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন এই পেসার। সেই সঙ্গে বাগিয়ে নিয়েছিলেন একটি উইকেটও। কিন্তু বাবার অসুস্থতার কারণে খেলা হয়ে উঠেনি তাঁর শেষ ওয়ানডেতে।
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ।