promotional_ad

দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


রুদ্ধদ্বার বৈঠকের কথা সবাই শুনেছেন। কিন্তু রুদ্ধদ্বার ম্যাচ। এই শব্দটার সাথে হয়তো খুব একটা পরিচয় নেই। সেই পরিচয়টা করিয়ে দিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। অবাক হচ্ছেন? না অবাক হবার কিছু নেই।  করোনা আতঙ্কে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকবিহীন এক রুদ্ধদ্বার ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ৭১ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গিয়েছে অজিরা।


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ওয়ার্নার এবং ফিঞ্চের উদ্বোধনী জুটিতেই ১২৪ রানের পুঁজি পায় অজিরা। দলীয় ১২৪ এবং ব্যক্তিগত ৬৭ রানে ওয়ার্নারের বিদায়ে ভাঙে সেই জুটি। 


এরপর ১৬৫ রান তুলতেই সাজঘরে ফিরতে হয় ফিঞ্চ, স্মিথ এবং ডি আর্কি শর্টকে। এরপর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজে হাত লাগান ল্যাবুশেন। ২৭ রান করে মার্শের ফিরে যাওয়ায় ভাঙে তাদের ৫৯ রানের সেই জুটি। একই ওভারে অ্যালেক্স ক্যারেকেও (১) নিজের শিকারে পরিণত করেন ঈশ শোধী।


উইকেটের এক প্রান্ত ধরে লড়াই করতে থাকা লাবুশানে ফেরেন ইনিংসের একদম শেষ ওভারে। ৫২ বলে ৫৬ রান করলেও তার ইনিংসে ছিল মাত্র দুটি বাউন্ডারির মার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৮ রানে থামতে হয় অস্ট্রেলিয়াকে।



promotional_ad

নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি ৩টি, লুকি ফার্গুসন আর মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট।


অজিদের ছুড়ে দেয়া ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রানে প্রথম হোঁচট খায় নিউজিল্যান্ড। ২২ বলে ১০ রান করে হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফিরে উইকেটের মড়কের সূচনা করেন হেনরি নিকোলস। 


দলীয় ৮২ রানে মার্টিন গাপটিলের বিদায়ের পর অজি পেসারদের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি আর কোনো কিউই ব্যাটসম্যানই। নিয়মিত বিরতির উইকেট পতনে কিউইদের রানের চাকা থেমে যায় ১৮৭ তে এসে। ফলে ৭১ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া।


সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৫৮/৭ (ওয়ার্নার ৬৭, ফিঞ্চ ৬০, ল্যাবুশেন ৫৬; স্যান্টনার ২/৩৪, সোধি ৩/৫১)



নিউজিল্যান্ড: ৪১ ওভারে ১৮৭ (গাপটিল ৪০, ল্যাথাম ৩৮, ডি গ্র্যান্ডহোম ২৫,সোধি ১৪*; হেজেলউড ২/৩৭, কামিন্স ৩/২৫)


ফল: অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball