promotional_ad

পিএসএল ছাড়ছেন ইংলিশ ক্রিকেটাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিরাপত্তা-শঙ্কা নিয়েই প্রথমবারের মতো পাকিস্তান ঘরের মাটিতে চলছে পকিস্তান সুপার লিগের (পিএসএল) ৫ম আসর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিরাপত্তাজনিত কারণে লম্বা সময় নির্বাসিত থাকার পর পাকিস্তানের কাছে চ্যালেঞ্জ ছিল পিএসএলের আসরটি সম্পন্ন করা। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে এসে ধাক্কা খেল পাকিস্তানের জনপ্রিয় এই টুর্নামেন্টটি। তবে নিরাপত্তাজনিত কারণে নয়। পাকিস্তানকে ধাক্কা দিয়েছে করোনাভাইরাস। 


গ্রুপ পর্বের খেলা শেষদিকে চলে এসেছে প্রায়। ফাইনাল থেকে মাত্র ৭ ম্যাচ দূরে দাঁড়িয়ে পিএসএলের এবারের আসর। কিন্তু আসরের ইতি টানার আগেই রঙ হারাতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের এই আসরটি। কেননা করোনাভাইরাসের প্রভাবে দেশে ফিরে যাচ্ছেন লিগ খেলতে আসা ইংলিশ ক্রিকেটাররা।



promotional_ad

ভাইরাসের প্রভাবে দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হতে পারে ভেবে এরই মধ্যে তড়িঘড়ি ঘরে পাকিস্তান ছাড়ছেন মঈন আলী, জেসন রয়, জেমস ভিন্সের মতো ক্রিকেটাররা। ইংলিশ দৈনিক ডেইলি মেইলের বরাত দিয়ে জানা গেছে আজ-কালের মধ্যেই দেশে ফিরবেন ক্রিকেটাররা।


ইতোমধ্যেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্ব। কিন্তু তা তোয়াক্কা না করেই চলছিল ফ্র্যাঞ্চাইজি লিগটি। মাঠে দর্শক না থাকলেও কর্তৃপক্ষ ঠিকই চালিয়ে গেছেন ম্যাচ। কিন্তু শেষ রক্ষা হল না আর। 


করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন দেশের মধ্যকার বিমান ফ্লাইট বাতিল হচ্ছে, কিছু দেশ ইতোমধ্যেই আরোপ করছে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা। সে কারণেই ঝামেলায় পড়ার আশঙ্কায় দেশ ছাড়তে চাইছেন পাকিস্তানে খেলতে আসা ইংলিশ ক্রিকেটাররা। পিএসএল শেষ হতে আরও নয় দিন বাকি, তত দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা তো বলা যায় না। তাই আগে ভাগেই দেশে ফিরে যেতে চাচ্ছেন তাঁরা।



আলী, ভিন্স, রয়ের মতো বিশ্বকাপজয়ী তারকারাসহ মোট ১৫ জন ইংলিশ ক্রিকেটার এবার খেলছেন পিএসএলে। আছেন টম ব্যান্টন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডানের মতো ক্রিকেটাররাও। পিএসএল কর্তৃপক্ষও ক্রিকেটারদের সাহায্য করছে এ ব্যাপারে। খেলোয়াড়দের ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে তারা। ডেইলি মেইল জানাচ্ছে, শনিবারের মধ্যেই ইংল্যান্ডে ফিরে যাবেন ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball