নারী বিশ্বকাপের দর্শকের দেহে মিললো করোনাভাইরাস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) থেকে কডিভ-১৯ এ আক্রান্ত সন্দেহে আটক করা হয়েছিল এক দর্শককে। সন্দেহজনক ভাবে আটককৃত সেই দর্শকের দেহে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি।
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সন্দেহভাজন সেই দর্শক বসে ছিলেন স্টেডিয়ামের নর্দান স্ট্যান্ডের এন৪২ নম্বর বিভাগে।

এমসিসির ওয়েবসাইটে বলা হয়, 'সকলের দৃষ্টি আকর্ষণ করে জানানো হচ্ছে যে, ৮ মার্চ আইসিসি নারী টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ চলাকালীন আটককৃত ব্যক্তি কডিভ-১৯ এ আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের (ডিএইচএইচএস) দেয়া তথ্য মতে তিনি স্বল্প-ঝুঁকিতে রয়েছেন এবং তাঁকে চিকিৎসা শুরু করার জন্য পরামর্শ দিয়েছেন।'
চিকিৎসকরা ধারণা করছেন তাঁর চারদিকে অবস্থান নেয়া দর্শক এবং স্টেডিয়ামের কর্মীদের ভেতর ছড়িয়ে যেতে পারে এই ভাইরাস। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এন৪২ এবং তাঁর আশেপাশে যারা ছিলেন তাদের ভেতর করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তাঁরা যেন অতিসত্ত্বর চিকিৎসকের স্মরণাপন্ন হয়।
নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময় রেকর্ড ৮৬ হাজার ১৭৪ জন দর্শক উপস্থিত ছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এখন পর্যন্ত বিশ্বের ১১৮ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে এবং প্রাণহানি হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষের।