promotional_ad

ডিপিএল দিয়ে ফিরছেন মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সিলেট থান্ডারের দলপতি মোসাদ্দেক হোসেন সৈকত। সেখানেই শেষ হয়ে যায় তাঁর বিপিএল মিশন। তবে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে মাঠে নামবেন এই স্পিনার।


হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি শুরু করেছেন অনুশীলন। ইনজুরি কাটিয়ে খেলায় ফিরতে মুখিয়ে রয়েছেন তিনি। 



promotional_ad

ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'বিপিএলের আট নম্বর ম্যাচে কাঁধে ব্যথা পেয়েছিলাম। এরপর পুনর্বাসনে ছিলাম। পুনর্বাসনের শেষ দিকে কাঁধে একটা ইনজেকশন দেয়া হয়েছে। এখন ফিট আছি।'


ইনজুরিতে থাকায় বিপিএলের পর দেখা যায়নি তাঁকে। আসন্ন ডিপিএলে তাই ২২ গজে ফিরে আসতে উন্মুখ জাতীয় দলের এই স্পিন অলরাউন্ডার। আপাতত সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি। মোসাদ্দেক জানান, 'আজকে ফুল নেট করেছি। এর আগেও দুই দিন অনুশীলন করেছিলাম।'


এদিকে মোসাদ্দেকের ফেরায় বেশ উচ্ছ্বাসিত আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, 'ঢাকা লিগে তিন চার বছর ধরে সে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আর ওর বোলিংটাও আমাদের জন্য জরুরী হবে। আর সত্যি কথা বলতে মোসাদ্দেক ফিনিশার হিসেবে খেলবে দলে।'



১৫ মার্চ ডিপিএলের প্রথম দিনেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball