promotional_ad

৮ মে আয়ারল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

।। ডেস্ক রিপোর্ট ।।


মে মাসের দ্বিতীয় সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত করেছে সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী। 


প্রাথমিকভাবে আয়ারল্যান্ড সফরে ক্রিকেটের তিন সংস্করণেই খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ‘আর্থিক কারণে’ টেস্ট আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে টেস্টের পরিবর্তে সূচিতে যোগ হয়েছে বাড়তি একটি টি-টোয়েন্টি। 


৩টি ওয়ানডে আয়ারল্যান্ডের মাটিতে খেলা হলেও ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। ৮ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ড পৌঁছে ১১ মে বেলফোস্টে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ।



promotional_ad

১৪ মে আয়ারল্যান্ডের স্টরমন্টে গড়াবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। একই ভেন্যুতে ১৬ এবং ১৯ মে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ দুটি।  প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।


ওয়ানডে সিরিজ শেষ করে ২০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে দুই দল। ২২ মে থেকে শুরু হবে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ওভালে। বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।


এরপর ২৪ মে  বাংলাদেশ সময় রাত ৮ টায় চেমসফোর্ডে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি টি-টোয়েন্টি। ২৭ মে ব্রিস্টলে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।


২৯ মে এজবাস্টনে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।  বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুই দল। ৩০ মে দেশের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। 



বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজের সময়সূচীঃ


১ম ওয়ানডেঃ ১৪ মে, স্টরমোন্ট (বিকেল ৩টা ৪৫ মিনিটে)
২য় ওয়ানডেঃ ১৬ মে, স্টরমোন্ট (বিকেল ৩টা ৪৫ মিনিটে)
৩য় ওয়ানডেঃ ১৯ মে, স্টরমোন্ট (বিকেল ৩টা ৪৫ মিনিটে)


১ম টি-টোয়েন্টিঃ ২২ মে, ওভাল (১২টা ৩০ মিনিট)
২য় টি-টোয়েন্টিঃ ২৪ মে, চেমসফোর্ড (রাত ৮ টা)
৩য় টি-টোয়েন্টিঃ ২৭ মে, ব্রিস্টল (১২টা ৩০ মিনিট)
৪র্থ টি-টোয়েন্টিঃ ২৯ মে, এজবাস্টন (রাত ১টা)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball