জোড়া রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশকে

ছবি: ছবিঃ সংগৃহীত

।। ডেস্ক রিপোর্ট ।।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের চোখ এখন টি-টোয়েন্টি সিরিজে। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানের জয়ে সেই লক্ষ্যে ইতোমধ্যেই এক পা দিয়ে রেখেছে স্বাগতিকরা। এখন বাংলাদেশের সামনে লক্ষ্য সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে অনন্য এক মাইলফলক স্পর্শ করার। বুধবার (১১ মার্চ) সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই টাইগাররা গড়বে দুর্দান্ত এক রেকর্ড। প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। শুধু তাই নয়, এই ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো কোনো দলকে এক সিরিজে ক্রিকেটের তিন সংস্করণে হোয়াইটওয়াশ করার অনন্য এক কীর্তি গড়বে মাহমুদউল্লাহ অ্যান্ড কোং।
বাংলাদেশের সামনে শেষবার এমন সুযোগ এসেছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেবার ক্যারিবীয়দের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজেও জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে এসে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে টানা জয়ের ধারায় থাকলেও তাদেরকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে এমনটাই নিশ্চিত করেছেন দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান।

তিনি বলেন, 'অতি আত্মবিশ্বাস কারো মধ্যেই দেখা যাচ্ছে না। আমরা ওদের ছোট করে দেখছিনা। জিম্বাবুয়ে হোক বা অন্য যে দলই হোক, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন সময় মোমেন্টাম পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে শেষ খেলাটা আমাদের আরও বেশি সতর্ক এবং মনোযোগী হয়ে খেলা উচিৎ বলে আমি মনে করি। আর ইনশাল্লাহ সেটাই করবো।'
প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন তামিম ইকবাল, সৌম্য সরকার এবং লিটন কুমার দাস। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্ম আশা যোগাচ্ছে মেহেদিকে। তাঁর বিশ্বাস সুযোগ পেলে নিচের সারির ব্যাটসম্যানরাও নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবেন।
মেহেদির ভাষ্যমতে, 'গোল বলের খেলায় একটা ইতিবাচক জিনিস হলো ব্যাটসম্যানরা যারা খেলছে তারা রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে ব্যাটসম্যানরা। নিচের ব্যাটসম্যানরা তেমন সুযোগ পাচ্ছেনা। তারাও চাচ্ছে রান করার জন্য।'
'যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টিতে খুব ডোমিনেট করে জিতেছি, কোন পাত্তাই দিইনি সেক্ষেত্রে ওভাবেই খেলবো', যোগ করেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জোড়া রেকর্ড গড়ার ম্যাচটি শুরু হবে সন্ধ??যা ৬টায়।