promotional_ad

ক্রিকেটের চেয়ে সন্তানদের মানুষ করা মাশরাফির জন্য বড় চ্যালেঞ্জ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

।। ডেস্ক রিপোর্ট ।।


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সমাপ্তির সঙ্গে সঙ্গে অধিনায়কত্বের ক্যারিয়ারের এপিটাফ টেনে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ২০১০ সালে হারিয়ে যেতে বসা বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব মতো বুঝে পাবার পর তাঁকে সামনা সামনি হতে হয়েছে অনেক চ্যালেঞ্জের।


ইনজুরি থেকে শুরু করে খারাপ ফর্ম সব কিছুই দেখতে হয়েছে তাঁকে এই ১০ বছরের অধিনায়কত্বের ক্যারিয়ারে। তবে ম্যাশ মনে করেন ক্রিকেট খেলার চেয়ে তাঁর সন্তানদের বড় করা, মানুষ হিসেবে গড়ে তোলাটাই বেশি চ্যালেঞ্জিং কাজ।



promotional_ad

মাশরাফি বলেন, 'প্রতিটা চ্যালেঞ্জই ভিন্ন কিন্তু আমার সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার চেয়ে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না।'


বাংলাদেশের ক্রিকেটের দিনবদলের এই রূপকার নিজের অধিনায়কত্বকে অনু সবার চেয়ে বেশ এগিয়েই উপস্থাপন করেন। নিজেকে অন্য সব অধিনায়কদের থেকে আলাদা উল্লেখ করে তাদের সাথে নিজের পার্থক্যও দেখিয়ে দেন বাংলাদেশি সাবেক এই অধিনায়ক। 


তিনি বলেন, 'আমি অন্য অধিনায়কদের মত দুই তিন ওভার পর্যন্ত অপেক্ষা করি না। যদি আমি দেখি যে একটা বোলারের দ্বারা হচ্ছে না, আমি তাঁকে এক ওভার পরই বদলে দেই। এটা পরিকল্পনা মাফিক হয় না, কখনো কখনো এমন পরিবর্তন আনতে হয়।'



২০১০ সালে বাংলাদেশ দলের অধিনায়কত্ব বুঝে পেয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন ৮৮ ম্যাচে। আর এর ভেতর লাল সবুজের প্রতিনিধিরা জয়ের দেখা পেয়েছে ৫০টি ম্যাচে। এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক হিসেবে নিজের নাম সমুজ্জ্বল রেখেছেন নড়াইল এক্সপ্রেস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball