নতুন বেতন গ্রেডে সর্বোচ্চ ক্যাটাগরিতে মুশফিক-তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২০ সালর কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। নতুন চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা ঘোষণার পাশাপাশি কে কোন গ্রেডের অন্তর্ভুক্ত এবং কে কোন গ্রেডে বেতন পাবেন সেটাও জানিয়েছে বিসিবি।
প্রকাশিত তালিকা অনুযায়ী দুই বলের চুক্তিতেই এ+ গ্রেডে বেতন পাবেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। সেই সাথে শুধুমাত্র সাদা বলে একই ক্যাটাগরিতে বেতন পাবেন মাহমুদউল্লাহ এবং সৌম্য সরকার। অপরদিকে লাল বলে 'এ' গ্রেডভুক্ত হিসেবে গণ্য হবেন মূমিনুল হক সৌরভ।

নতুন চুক্তি অনুযায়ী লাল এবং সাদা বলের খেলায় 'বি' গ্রেডে বেতনভুক্ত হবেন লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ। আর শুধুমাত্র লাল বলে একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল ইসলাম আর সাদা বলে মুস্তাফিজুর রহমান। এছাড়াও সাদা বলে 'সি' ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে শুধুমাত্র পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে।
দুই বলের খেলাতেই 'ডি' গ্রেডে বেতন পাবেন কেবলমাত্র নাজমুল হোসেন শান্ত। লাল বলের চুক্তিতে একই গ্রেডে বেতন পাবেন মোঘাম্মদ মিঠুন, নাইম হোসেন, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন চৌধুরি। আর সাদা বলে এই ক্যাটাররিতে রয়েছেন তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব এবং নাইম শেখ।
এর আগে রবিবারের প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেনসহ মোট সাতজন ক্রিকেটার। এই তালিকায় আরো আছেন আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ, এবং সাদমান ইসলাম।
অপরদিকে নতুন করে চুক্তিভুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখকে। এদের মাঝে শান্ত এবং মিঠুনকে রাখা হয়েছে তিন ফরম্যাটের ক্রিকেটেই।