পরিবর্তন এসেছে ডিপিএলের ফিক্সচারে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৫ই মার্চ থেকে শুরু হবার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের। কিন্তু আসর শুরু হবার পাঁচ দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিবর্তন আনলো খেলার ফিক্সচারে। খেলা দিনক্ষণ ঠিক রেখে আনা হয়েছে এই পরিবর্তন।
নতুন ফিক্সচার অনুযায়ী প্রথম দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুর দ্বিতীয় গ্রাউন্ডে খেলবে লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। অপরদিকে দিনের এক মাত্র ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাইম দেলেশ্বরের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন।

১৬ মার্চ শেষ হবে প্রথম পর্বের খেলা। এরপর ১৮ তারিখ কক্সবাজারে বসবে দ্বিতীয় রাউন্ডের খেলা। ২০ তারিখ একই ভেন্যুতে প্রাইম শেখ কামাল এবং গাজী স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক বনাম শাইনপুকুর এবং সাগরিকার জহুর আহমেদ স্টেডিয়ামে মোহামেডান বনাম পারটেক্সের খেলার মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২৪ মার্চ এবং ২৫ মার্চ পর্দা নামবে এবারের আসরের। লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের মোট ৬টি আসর মাঠে গড়িয়েছে। ১৫ মার্চ থেকে শুরু হওয়া আসরটি হবে সপ্তম।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩ বার শিরোপা জিতেছে আবাহনী। দুইবার এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স। ২০১৪-১৫ মৌসুমে শিরোপা জিতেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।