promotional_ad

আইপিএলে যাওয়ার আগে সুজনকে কৃতজ্ঞতা সেন্টুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়ে হরহামেশাই পাদপ্রদীপের আলোয় উঠে আসেন জাতীয় দলের ব্যাটসম্যানরা। তবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদদের মতো দেশ সেরা পারফর্মারদের উঠে আসার পেছনে যাদের অবদান তাঁরা সর্বদাই রয়ে যায় পর্দার আড়ালেই। তেমনই একজন মানুষের নাম আর কে সেন্টু।


নাম শুনে তাঁকে চেনার কোনো কারণ নেই। কারণ জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো খেলোয়াড় অথবা কোচ নন তিনি। অবশ্য সাধারণ দর্শক তাঁকে না চিনলেও জাতীয় দলের ক্রিকেটারদের কাছে যথেষ্ট সমাদৃত তিনি। কারণ নেটে ব্যাটসম্যানদের অনুশীলনের সময় বড় ভূমিকা রাখেন সেন্টু। হাতে ডগস্টিক অক্লান্তভাবে ব্যাটসম্যানদের দিকে বল ছোঁড়েন তিনি।



promotional_ad

জাতীয় দলের এই থ্রোয়ার এবার সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ক্রিকেটার হিসেবে নন, বরং নেটে থ্রোয়ার হিসেবে সানরারাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কাজ করবেন সেন্টু। এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্তে আলাপ করেন তিনি। 


আইপিএলে সুযোগ পাওয়ার পেছনে জাতীয় দলের সাবেক অধীনায়ক খালেদ মাহমুদ সুজন ও বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনকে কৃতিত্ব দিয়েছেন সেন্টু। মূলত এই দুইজনের সুপারিশেই আইপিএলে ডাক পেয়েছেন তিনি। 


এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে সেন্টু বলেন, 'সুযোগের ব্যাপারে কৃতিত্বটা আমি দুইজনকে দেব। একজন হলো সুজন স্যার আর বাংলাদেশ দলের অ্যানালিস্ট চন্দ্রশেখর। এনারঅ্যা দুইজনই সব করেছে তাই ওনারাই ভালো বলতে পারবেন আসলে এই বিষয়ে। তাঁরাই আমার জন্য সুযোগটা এনে দিয়েছেন।'



আইপিএলের মতো বড় মঞ্চে সুযোগ পাওয়ায় স্বভাবতই রোমাঞ্চিত সেন্টু। জনপ্রিয় এই টুর্নামেন্ট থেকে শিক্ষা নিতে মুখিয়ে আছেন তিনি। সেন্টু বলেন, 'এটা আসলে ভালো লাগারই বিষয়। আমাকে ভালো কাজ করতে হবে। বড় একটা মঞ্চে সুযোগ পেলাম শেখার জন্য। সেটাই আসলে কাজ করছে যে এখান থেকে কতটা শিখতে পারবো। যত শিখতে পারবো আমার জন্য ভালো হবে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball