সৌম্য বাদ পড়ায় নির্বাচকদের দুষছেন আকরাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সৌম্য সরকার। কিন্তু তারপরও বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার। তাঁর এই বাদ পড়া বিস্মিত করেছে অনেককেই। এক্ষেত্রে রয়েছে অনেক অভিযোগ পাল্টা অভিযোগও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অভিযোগের তীর ছুড়েন নির্বাচকদের দিকে। সোমবার (৯ মার্চ) তিনি বলেন, 'এটি নির্বাচকদের ভুল। আমরা আশা করছি সাদা বলের চুক্তিতে দ্রুতই তাঁকে অন্তর্ভুক্ত করার।'

এর আগে রোববার (৮ মার্চ) বিসিবি ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের নাম ঘোষণা করে বিসিবি। যেখানে গত বছর চুক্তিতে থাকা ৭ ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। আর নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৫ জনকে। নিজে থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় অনুমিতভাবেই চুক্তিতে নেই মাশরাফি বিন মুর্ত্তজা। আর আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সাকিব আল হাসানও বাদ পড়েছেন। সেই সঙ্গে খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন- ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ এবং সামদান ইসলাম।
কেন্দ্রীয় চুক্তিতে নতুন অন্তর্ভুক্ত পাঁচ ক্রিকেটার হলেন- নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।
চু্ক্তিতে থাকা ১৬ ক্রিকেটার হলেন: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব,নাঈম হাসান এবং নাইম শেখ।