শঙ্কায় এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এবারে করোনাভাইরাস আঘাত হানলো দেশের ক্রিকেটে। ভাইরাসের প্রভাবে বাতিল হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যকার দুইটি টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ম্যাচ দুটিতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছে কিন্তু করোনাভাইরাসের কারণে কেউই অংশ নিতে আগ্রহ প্রকাশ করে নি।

বিসিবির একজন কর্মকর্তা জানান, 'এখানে সন্দেহ রয়েছে ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে। এখনও বিষয়টি নিশ্চিত নয়।'
এদিকে চলতি জিম্বাবুয়ে সিরিজেও পড়েছে এই ভারাসের প্রভাব। জন সমাগম কমাতে টি-টোয়েন্টি ম্যাচের জন্য জনপ্রতি একটি টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং সেই মোতাবেক কাজও করেছে।
সোমবার (৯ মার্চ) বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরি বলেন, 'প্রত্যেককে একটি করে টিকেট নিতে হবে। টিকেট কিনতে গেলে চারজনকেই নিয়ে আসতে হবে। ফ্যামিলিকে নিয়ে যদি না যেতে পারি তাহলে আমি যাবো না।'
তিনি আর বলেন, 'আমরা ম্যাসেজ দিতে চাই। প্রথম ম্যাসেজটা হচ্ছে তুমি একজন একটা টিকেট নিতে পারবা, ম্যাসেজটা খুব ক্লিয়ার আমরা চাচ্ছি না যে বেশি লোক হোক। পাব্লিক ইন্টারেস্ট এবং হেলথ ইস্যুতে সচেতনতা বৃদ্ধি করার জন্য।'
উল্লেখ্য, রবিবার (৮ মার্চ) বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়।