এশিয়া একাদশে বিরাট কোহলির খেলা অনিশ্চিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া একাদশ এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের মধ্যকার এই প্রীতি ম্যাচে খেলার কথা আছে ভারতের ছয় জন ক্রিকেটারের। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুলদের মতো তারকারা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এশিয়া একাদশের হয়ে কোহলির অংশগ্রহণ নিশ্চিত নয় এখনও। যদিও রাহুল একটি ম্যাচে খেলবেন বলে নিশ্চিত করেন তিনি।

এই প্রসঙ্গে রবিবারের বোর্ড সভা শেষে বিসিবি প্রধান বলেন, 'বিরাট কোহলিকে নিয়ে একটা সংশয় রয়েছে। এখানে কে এল রাহুল শুধু ২২ তারিখের ম্যাচটি খেলবে। একটা কথা ছিল যে বিরাট কোহলি খেলবে। তবে এখন পর্যন্ত নিশ্চয়তা আসেনি এই ব্যাপারে। তাই আপনাদের বলতে পারছি না।'
এদিকে রাহুল একটি ম্যাচ খেললেও শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং ঋশভ পান্তদের দুটি ম্যাচেই দেখা যাবে বলে জানান বোর্ড সভাপতি। তাঁর ভাষ্যমতে, 'বাকিদের মধ্যে শিখর ধাওয়ান, কুলদীপ, শামি, ঋশভ পান্ত ওরা সবগুলো ম্যাচই খেলবে। কিন্তু ???ে এল রাহুল একটা ম্যাচ খেলবে। এটা নিশ্চিত করা হয়েছে।'
মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই ম্যাচে বিশ্বের অনেক তারকা ক্রিকেটার অংশ নেবেন। যেখানে রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, জনি বেয়ারস্টো, শেল্ডন কর্টরেলদের মতো তারকারা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২১ ও ২২ তারিখ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ।