promotional_ad

তামিম-লিটনের কাছে মাহমুদউল্লাহর প্রত্যাশা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছুদিন থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন তামিম ইকবাল। ধীর গতির ব্যাটিংয়ের কারণে বেশ সমালোচিত হয়েছেন তিনি। যদিও টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ তামিমের ব্যাপারে ধৈর্য হারাচ্ছেন না। তাঁর বিশ্বাস ওয়ানডে ফরম্যাটের ফর্ম টি-টোয়েন্টিতেও বয়ে আনতে পারবেন তামিম। 


জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন তামিম। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। এবার ৯ মার্চ (সোমবার) থেকে শুরু হতে যাওয়া টি- টোয়েন্টি সিরিজেও পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন এই অভিজ্ঞ ওপেনার। টি-টোয়েন্টিতে সন্তোষজনক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবেন তামিম বলে আশাবাদ ব্যক্ত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ।



promotional_ad

তিনি বলেন, 'ওর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হয়েছে। আমার মনে হয় সে যদি তার মতো ব্যাটিং করতে পারে, এই সিরিজে সেঞ্চুরি করার সামর্থ্য আছে। এসব নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। তামিম খুব ভালো ছন্দে আছে। টি-টোয়েন্টিতে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে কীভাবে ব্যাটিং করবে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। পিচ বুঝে ব্যাটিং করবে, সেটা হলেই যথেষ্ট।'


এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। ২০১৬ বিশ্বকাপে ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এরপর থেকে আর কোনো ব্যাটসম্যানই এই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নাম লেখাতে পারেননি।


মাহমুদউল্লাহর আশা আসন্ন সিরিজেই এই অপেক্ষার অবসান হতে পারে তাদের। টি-টোয়েন্টি দলপতির ভাষ্যমতে, 'যেভাবে তামিম-লিটন ব্যাটিং করছে আমি খুব আশাবাদী খুব সাবলীল ব্যাটিং করে তারা সেঞ্চুরি করেছে। তারা যদি নিজেদের এভাবে খেলতে পারে, সেঞ্চুরি (টি-টোয়েন্টিতে) আর বকেয়া থাকবে না।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball