মেলবোর্ন রাঙাতে মুখিয়ে সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও খেলতে পারবেন চ্যারিটি ম্যাচ। এমনই এক চ্যারিটি ম্যাচে আবার ২২ গজে মাঠে নামছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর স্পোর্টস এন্ড এডুকেশনের আমন্ত্রণে মেলবোর্নে আগামী ২৮ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। মেলবোর্ন বনাম সিডনির সেই চ্যারিটি ম্যাচে মেলবোর্নের হয়ে খেলবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর স্পোর্টস এন্ড এডুকেশনের (এবিএএসই) ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় সাকিব বলেন, 'অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর স্পোর্টস এন্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮ মার্চ ইন্ডিপেন্ডেট ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে।'
ম্যাচটিতে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন সাকিব। সাকিবের আগমন উপলক্ষে ইতোমধ্যেই ম্যাচের টিকিট কাটতে শুরু করেছেন প্রবাসি বাঙালি এবং বিদেশি সাকিব ভক্তরা।
গতবছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। জুয়াড়ির তথ্য আইসিসির কাছ থেকে গোপন করার জন্য তাঁকে এক বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি।