promotional_ad

এশিয়া কাপ বাংলাদেশে?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। ইসলামাবাদে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তিনি। যদিও কোন দেশে এশিয়া কাপ আয়োজন করা হবে সেটি খোলাসা করেননি পিসিবি প্রধান। 


বেশ কিছুদিন থেকেই এশিয়া কাপের ভেন্যু নিয়ে কথার লড়াই চলে আসছিল ভারত এবং পাকিস্তানের মাঝে। পাকিস্তানে টুর্নামেন্টটি আয়োজন করা হলে সেখানে খেলতে যাবে না ভারত বলে সাফ জানিয়ে দিয়েছিল তারা। 



promotional_ad

সেসময় নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই কিংবা বাংলাদেশের নাম শোনা গিয়েছিল জোরেশোরে। যদিও পিসিবি এই ব্যাপারে রাজি ছিলও না শুরু থেকেই। অবশেষে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনর ব্যাপারে সিদ্ধান্ত জানালো তারা।


বোর্ডের পক্ষ থেকে এহসান মানি বলেন, 'এশিয়া কাপের আয়োজক পাকিস্তানই। তবে এ টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। আমরা পাকিস্তানে আয়োজনের চাপাচাপি করলে ভারত আসবে না। বিসিসিআই কী বলল, তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।' 


এর আগে ২০১৮ সালে এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব ভারতের হাতে থাকলেও সেবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। এবারও একই পথ অনুসরণ করতে যাচ্ছে পিসিবি। এক্ষেত্রে বাংলাদেশও হতে পারে এশিয়া কাপের আয়োজক দেশ। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball