মাশরাফির জন্য থারাঙ্গা-রাজাদের শুভকামনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট দলের কাপ্তানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর বিদায়ে শুধু সতীর্থরাই নন, তাঁকে স্মরণ করছেন প্রতিপক্ষের ক্রিকেটাররাও। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার (৬ মার্চ) খেলা ওয়ানডেটি ছিল তাঁর অধিনায়কত্বের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
তাঁর বিদায়ে জিম্বাবুয়ের অল রাউন্ডার সিকান্দার রাজা, লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গা করেছেন স্মৃতিচারণ। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফিকে জানিয়েছেন শুভকামনা।

সিকান্দার রাজা ব্যক্তিগত ইন্সটাগ্রাম আইডিতে মাশরাফির সাথে তোলা একটি ছবি পোস্ট করে লিখেন, ‘সবসময় জানতাম মাশরাফি তাঁর দলের জন্য এবং তাঁর সমর্থদের কাছে কি, কিন্তু গতকাল তা নিজ চোখে দেখেছি। প্রচুর ভালোবাসা এবং সম্মান তাঁর জন্য। আমি একজন নায়কের বিদায় অনুষ্ঠান দেখেছি এবং আমরা ম্যাশ ভাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
থারাঙ্গা লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধু, মাশরাফি বিন মুর্তজা। কী অসাধারণ একজন চ্যাম্পিয়ন তুমি! বিশ্বব্যাপী হাজার-হাজার মানুষকে উদ্বুদ্ধ করেছ প্রতিনিয়ত। আশা করি খুব শিগগিরই দেখা হবে আমাদের।’
বাংলাদেশের ক্রিকেটের দিন বদলের এই রূপকার ২০১০ সাল থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৮৮টি ওয়ানডেতে। জয়ের হাফ সেঞ্চুরি করেই ক্যারিয়ারের অবসান ঘটান ক্যাপ্টেন ফ্যান্টাসটিক।