তৃতীয় ওয়ানডেতে স্কোয়াডে পরিবর্তন আনল বাংলাদেশ
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সৌম্য সরকার। এই অলরাউন্ডারের দলে অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াড থেকে অবশ্য কেউই বাদ পড়েননি। শুধুমাত্র সৌম্যই যোগ দিয়েছেন। নিজের বিয়ের কারণে সিরিজের শুরুর ভাগে দলে ছিলেন না সৌম্য। এবার তাঁর ছুটি শেষ হয়েছে।

ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশন। অপরদিকে জিম্বাবুয়েও চাইবে টি-টোয়েন্টি সিরিজের আগে অন্তত একটি জয় তুলে নিতে।
ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেননি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট না হলে তাঁর জায়গায় একাদশে জায়গা করে নিতে পারেন সৌম্য।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।