লিটনের সঙ্গে একমত নন তামিম
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। সেই ম্যাচের পর ক্রিকেটকে 'হতাশার খেলা' উল্লেখ করেছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল অবশ্য লিটনের সঙ্গে একমত নন।
ক্রিকেট খেলাকে লিটনের মতো শুধু হতাশাজনকভাবে নয়, বরঞ্চ ভালো এবং খারাপ অনুভুতির সংমিশ্রণ হিশেবে দেখেন তামিম।

বুধবার গণমাধ্যমকে লিটন বলেন, 'ক্রিকেট হতাশার খেলা- এটা বলা ঠিক না। এটা দারুণ একটি সংমিশ্রণ। আপনি একদিন খুব খুশি হবেন, একদিন হতাশ হবেন। এটা দুটোরই মিশ্রণ।'
এর আগে লিটন বলেছিলেন, 'আমি যেটা বিশ্বাস করি ক্রিকেট হচ্ছে সম্পূর্ণ হতাশার খেলা। এক ম্যাচ রান করব, আরেক ম্যাচে করব না। একশ করলেও চিন্তা হয় আর দশটা রান যদি বেশি করতে পারতাম। ওইসব চিন্তা করলে অবশ্যই আক্ষেপ আছে।'
শেষ ম্যাচের আগে মোট দশ ইনিংস মিলিয়ে একটি হাফ সেঞ্চুরি করেন তামিম। শেষ ম্যাচে করা ১৫৮ রানের অসাধারণ ইনিংসটি তাই বাড়তি মর্যাদা পাচ্ছে তামিমের কাছে।
তামিম আরও বলেন, 'ক্রিকেট কতোটা আনপ্রেডিক্টেবল খেলা সেটা গতকালই বুঝতে পেরেছি। কেউ ভাবেনি আমি এরকম একটা অবস্থায় চলে যাব।
একটা ভালো দিক আমাদের জন্য যে আমরা ইতোমধ্যে সিরিজ জিতে গেছি। আর যখনই আমরা জিম্বাবুয়ের সাথে খেলি আমরা সবসময় চেষ্টা করি নিজেদের সর্বোচ্চটা দিতে। পরের ম্যাচে আমরা আরও ভালো করতে চাই।'