promotional_ad

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচের সূচি পরিবর্তন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী তিন এপ্রিল পাকিস্তানের বিপক্ষে করাচীতে একটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে সেই ম্যাচটি এক এপ্রিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে তারা। 


মূলত টেস্টে প্রস্তুতি নেয়ার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে পিসিবির কাছে সূচি পরিবর্তনের অনুরোধ জানায় বিসিবি। ৫ এপ্রিল করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ এবং স্বাগতিক পাকিস্তানের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধিন থাকায় এই ম্যাচটি বেশ গুরুত্ববহ দুই দলের জন্যই। সে কারণে নিজেদের ঝালাই করে নিতে কিছু সময় চাইছে বিসিবি। 



promotional_ad

পিসিবির পরিচালক জহির খান বলেন, 'পিসিবি সবসময় যথা সম্ভব সুবিধা প্রদান করতে প্রস্তুত। এবং আমরা বাংলাদেশ জাতীয় দলকে করাচীতে আতিথেয়তা দিতে পারলে আনন্দিত হবো। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলো রোমাঞ্চে ভরপুর থাকবে এবং পিসিবি আশা করছে সমর্থকরা কোয়ালিটি ক্রিকেট দেখতে পারবে।'


এক এপ্রিল ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হলে চলতি মাসের ২৯ তারিখ আবারো পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।  এরপর সেখানে ৩০ এবং ৩১ মার্চ অনুশীলন করবে তারা। নতুন সূচি অনুযায়ী এরপর এক মার্চ একটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। ৫ এপ্রিল টেস্টের লড়াইয়ে মাঠে নামার আগে ২ থেকে ৪ এপ্রিল অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।  


এর আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে এক ইনিংস এবং ৪৪ রানে পরাজিত হয় বাংলাদেশ। বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে পাকিস্তান। তাদের পয়েন্ট ১৪০।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball