তৃতীয় দফায় পাকিস্তান সফর অনিশ্চিত বাংলাদেশের

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মরণঘাতি এই ভাইরাসে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। এরূপ পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ সমাবেশও বাতিল করেছে অনেক দেশ।
এই আতঙ্কের মাঝে বাংলাদেশের পাকিস্তান সফরও পড়ে গেছে শঙ্কায়। আগামী মাসে একটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে এই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।
জালাল ইউনুস বলেন, ‘আমাদের জন্য ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে এবং আমরা কোনো ভাবেই এর ছাড় দিব না। আমরা পিসিবির সঙ্গে কথা বলবো এই ব্যাপারে এবং যদি দেখি কোনো প্রকার হুমকি আছে তাহলে অবশ্যই আমরা পাকিস্তানে দল পাঠাবো না।‘
কিছুদিন আগে পাকিস্তানের কয়েকজন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকি করাচীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৩ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এই করাচীতেই দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।