মুশফিককে হুমকি দেয়া হয়নিঃ নান্নু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তান সফরে না গেলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছিল এমনটাই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য এই ধারণা সরাসরি নাকচ করে দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে মুশফিককে কোনো প্রকার হুমকি দেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

নিরাপত্তা শঙ্কায় গত পাকিস্তান সফরে যাননি মুশফিক। এবার দ্বিতীয় দফা সফরেও অপারগতা প্রকাশ করেছেন তিনি। এরই মধ্যে বোর্ডকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
মুশফিকের না যাওয়ার সিদ্ধান্তে নাকি খেপেছে ক্রিকেট বোর্ড। এমনই গুঞ্জন শোনা যায় সোমবার (২ মার্চ)। এই ব্যাপারে নান্নু বলেন, 'আমরা কিছু সংবাদে দেখেছি মুশফিককে হুমকি দেয়া হয়েছে। এটা ঠিক নয়। আমরা আনুষ্ঠানিকভাবে ওকে জিজ্ঞাসা করেছিলাম ও যাবে কিনা। টিম ম্যানেজমেন্ট ও আমরা একসাথে বসেছিলাম। সেখানে হেড কোচও ছিল। ও সরাসরি বলেছে যে যাবে না।'
মূলত মুশফিকের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্যই তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান নির্বাচক এবং কোচ। এই প্রসঙ্গে নান্নুর ভাষ্য, 'যেহেতু সামনে পাকিস্তান সফর আছে আমাদের, এই সিরিজটার পরেই। তো সেই হিসাবে মুশফিককে আমরা ডেকেছিলাম, ওর নিশ্চয়তার জন্য। ও সরাসরি ওর সিদ্ধান্ত জানিয়েছিল, ব্যাপারটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আবার ডাকলাম যে একটা টেস্ট ও ওয়ানডের জন্য বিবেচনা করার জন্য।'