৪২-এ বাংলাদেশের প্রথম তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
আন্তর্জাতিক ৪২ নম্বর ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লিখিয়েছেন তামিম। দেশের হয়ে এখন পর্যন্ত মোট ২০৬ ওয়ানডেতে ২০৪ ইনিংসে ৭০০১ রান করেছেন এই ওপেনার।
যেখ??নে ১১টি সেঞ্চুরি এবং ৪৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি এই ওপেনার। তার ব্যাটিং গড় ৩৫.৯০। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।

২০৬ ওয়ানডেতে ৬৩২৩ রান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও বর্তমানে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন সাকিব। ২০২০ সালে ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।
৬১৭৪ রান নিয়ে তৃতীয়তে অবস্থান মুশফিকুর রহিমের। চতুর্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ৪০২৭। পঞ্চম স্থানে আছেন মোহাম্মাদ আশরাফুল। ডানহাতি এই ব্যাটসম্যান দেশের হয়ে করেছেন ৩৪৬৮।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এই ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সিকান্দার রাজা-ব্রেন্ডন টেলরদের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন দেশ সেরা এই ওপেনারের।
৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। এই ইনিংসটি খেলার মাঝেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বর্তমানে তাঁর রান ১৪৯১।
৯টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি সহ ৩৮.০৭ গড়ে রান করেছেন দেশ সেরা এই ওপেনার, সর্বোচ্চ ১৫৪। দলটির বিপক্ষে এ নিয়ে মোট ৪০টি ম্যাচ খেলছেন তিনি।