সাকিবকে পেছনে ফেললেন তামিম

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখন তামিম ইকবালের। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এই ওপেনার।
৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। এই ইনিংসটি খেলার মাঝেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বর্তমানে তাঁর রান ১৪৪৮।

৯টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি সহ ৩৮.০৭ গড়ে রান করেছেন দেশ সেরা এই ওপেনার, সর্বোচ্চ ১৫৪। দলটির বিপক্ষে এ নিয়ে মোট ৪০টি ম্যাচ খেলছেন তিনি।
নিষেধাজ্ঞার জন্য আপাতত খেলার বাইরে আছেন সাকিব আল হাসান। ১৪০৪ রান নিয়ে এই রেকর্ডে সবার উপরে ছিলেন তিনি। ব্রেন্ডন টেলর-সিকান্দার রাজাদের বিপক্ষে ৭টি হাফ সেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরি আছে সাকিবের।
এই তালিকায় তৃতীয়তে আছেন মুশফিকুর রহিম। ৪৮ ম্যাচে ৭ সেঞ্চুরি এবং ২ সেঞ্চুরি সহ ডানহাতি এই ব্যাটসম্যানের মোট রান ১৩০৫। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১০৭। এই ৩জন ছাড়া রোডেশিয়ানদের বিপক্ষে আর কেউই ১০০০'র ক্লাবে যেতে পারেননি।