ওপেন করতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন লিটন!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেন করতে নেমে ১০৫ বলে ১২৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন লিটন দাস। এই ইনিংস খেলার পর জানালেন, ইনিংসের সূচনা করতেই ঘাবড়ে গিয়েছিলেন তিনি!


ওয়ানডে ক্রিকেটে লম্বা সময় ধরে ইনিংস উদ্বোধন করেন না লিটন। শেষবার ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেন করেন তিনি। যদিও পুরো বিশ্বকাপে পাঁচ নম্বরেই বেশি নামতে হয় তাঁকে। সবমিলিয়ে চাপে ছিলেন লিটন।


promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে বলেন, 'বিশ্বকাপের পর আমি শ্রীলঙ্কা সিরিজে ছিলাম না। বিশ্বকাপে আমি পাঁচ নম্বরে খেলেছি। সাদা বলে অনেক দিন পর ওপেন করতে হয়েছে। এটা নিয়ে ঘাবড়ে গিয়েছিলাম।


কালকে রাত থেকে আমি এমনটা ছিলাম। কারণ আমি বাংলাদেশের হয়ে অনেকদিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলছি না। শ্রীলঙ্কায় আমি খেলিনি। তারপর আমি জানতাম আমি ওপেন করব। আমি অনেক চাপে ছিলাম।'


যদিও ঘাবড়ে যাওয়াতে সুবিধা হয়েছে তাঁর। এ কারণে মনোযোগ আরও বেশি বাড়িয়ে দেন লিটন।


তিনি আরও বলেন, 'আমার মনে হয়ে ঘাবড়ে যাওয়াটা ইতিবাচক ছিল মাঠে। যেহেতু আমি বেশি ঘাবড়ে যাই, আমাকে মনোযোগ নিয়ে খেলতে হবে। যদিও আমি সব শট পারি তা খেলা যাবে না। উইকেটে আমি ঘাবড়ানো অবস্থায় যতক্ষণ ছিলাম ততক্ষন নিয়ন্ত্রণ ভালো ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball