promotional_ad

ইমরান-ওয়াসিমদের পাশে মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরি করেছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নেমে এই মাইলফলকে পা রাখেন তিনি। 


একই সঙ্গে পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের পাশে নাম লেখান মাশরাফি।


জিম্বাবুয়ের বিপক্ষে অষ্টম ওভারের চতুর্থ বলে চামু চিভাবাকে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ বানিয়ে প্রথম উইকেট নেন ওয়ানডে অধিনায়ক।



promotional_ad

এরপর ৪০তম ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন তিনি। জিম্বাবুয়ের শেষ উইকেট হিসেবে টিনোটেন্ডা মুটোম্বোডজিকে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ বানিয়ে অধিনায়ক হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।  


গত ইংল্যান্ড বিশ্বকাপে মাঠে নামার আগে ৯৭ উইকেটের মালিক ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কিন্তু টুর্নামেন্টে মাত্র একটি উইকেট পাওয়ায় অপেক্ষার প্রহর বৃদ্ধি পায় মাশরাফির। 


২০১০ সালে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হন মাশরাফি। মাঝে সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে অধিনায়কত্ব দেয়া হলেও ২০১৪ সালে আবারো দলের নেতৃত্বে ফেরেন মাশরাফি। 


২০১৬-২০১৭ সালে সবচেয়ে বেশি সাফল্য পান মাশরাফি। সেবার ১২ ম্যাচে ২১ উইকেট শিকার করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। 



ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে সখ্যতা মাশরাফির। হাটুতে সাতটি অপারেশনের পরও খেলে যাচ্ছেন এখনও। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটিই তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ বলে মনে করছেন অনেকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball