promotional_ad

বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যান পাল্টাতে চায় জিম্বাবুয়ে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের বিপক্ষে নিজেদের ওয়ানডে পরিসংখ্যান পাল্টাতে চায় জিম্বাবুয়ে। মাশরাফিদের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানিয়েছেন সফরকারী দলের অধিনায়ক চামু চিভাবা।সিলেটের মাটিতে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের আগে নিজেদের লক্ষ্যের কথা উল্লেখ করেন ৩৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।


গত কয়েক বছরে বাংলাদেশের মাটিতে বেশ কয়েকবার খেলেছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ৪১টি ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। যার মধ্যে মাত্র ১১টিতে জয়ের দেখা পেয়েছে তারা। এই পরিসংখ্যান পরিবর্তন করতে চায় সফরকারীরা। 



promotional_ad

চিভাবা বলেন, 'দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়ায় আমি অনেক সম্মানিত। দেখুন বাংলাদেশের মাটিতে আমরা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে খেলেছি এবং আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি তাদের মাটিতে। আমরা আসলেই এই পরিসংখ্যান পরিবর্তন করতে চাই।'


বাংলাদেশের পরিচিত কন্ডিশনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান জিম্বাবুয়ে অধিনায়ক। এক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে দলের প্রস্তুতি। ব্যাট এবং বল হাতে নেটে যথেষ্ট ঘাম ঝরিয়েছে সফরকারী।


চিভাবা বলেন, 'আমরা আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে চাই। আমি মনে করি আমরা এই কন্ডিশনে জিততে সক্ষম। আমাদের প্রস্তুতিও দারুণ হয়েছে। ছেলেরা বেশ শান্ত রয়েছে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball