promotional_ad

সিলেটে অধিনায়ক মাশরাফির শেষের শুরু?

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মাশরাফি বিন মুর্তজা- এমন গুঞ্জন এখন ক্রিকেট পাড়ার একটি নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। অধিনায়ক মাশরাফির শেষের শুরু নাকি ক্যারিয়ারের যবনিকাপাত এই প্রশ্নই এখন ক্রিকেট প্রেমিদের মনে।  


এমন গুঞ্জনকে সামনে রেখে রবিবার প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর একটায় মাঠে নামবে দুই দল। এরই মধ্য দিয়ে দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে টাইগাররা। 


প্রতিপক্ষ দুর্বল জিম্বাবুয়ে হলেও অবশ্য ম্যাচটিকে সহজভাবে নিচ্ছেন না অধিনায়ক মাশরাফি। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন আর দশটা ম্যাচের মতোই দেখছেন তিনি এই ম্যাচটিকে। 


মাশরাফি বলেন, 'আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ। জিম্বাবুয়ের কাছে আমরা হারতেও পারি। এমন না যে জিম্বাবুয়ের কাছে আমরা কখনও হারিনি। শেষ পাচটা ম্যাচ বা এখানে প্রত্যেকটা ম্যাচ জিতেছি। এর মধ্যে কিছু হারা ম্যাচ জিতেছি। তাঁর মানে তারা আমাদের হারাতে পারে।'  



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ বছর বয়সী ওপেনার মোহাম্মদ নাঈমের। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের সামর্থ্যের জানান দেন নাঈম। তাই রবিবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাঁকে বিবেচনা করেছেন নির্বাচকরা।


নাঈম ছাড়াও একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন আরেক তরুণ তুর্কি আফিফ হোসেন ধ্রুব। সাব্বির রহমানের বদলী হিসেবে মাঠে নামবেন তিনি। অপরদিকে পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে আবারো দেখা যেতে পারে ওয়ানডে একাদশে। 


এদিকে চামু চিভাবার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ সামলানোর মূল দায়িত্বে থাকবেন ব্র্যান্ডন ম্যাককালাম, শন উইলিয়ামস, সিকান্দার রাজা এবং ক্রেইগ আরভিন। এছাড়া বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন এইন্সলে এনডিলোভু, ক্রিস পফু, কার্ল মুম্বারা। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-  


তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান। 



জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য)-


চামু চিভাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুটম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডিলোভু, ক্রিস পফু, কার্ল মুম্বা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball