promotional_ad

আমার চেয়ে ভালো কাউকে স্বাগত জানাবোঃ সাইফউদ্দিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলে পেসারের আধিক্য তেমন চাপ সৃষ্টি করবে না বলে বিশ্বাস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার ব্যক্তিগত প্রাপ্তির চেয়েও দলকে বড় করে দেখছেন। তাঁর মতে যোগ্যতার ভিত্তিতে একাদশে সুযোগ দেয়া উচিত ক্রিকেটারদের। 


গত ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে গত তিনটি সিরিজে খেলা হয়নি তাঁর। অবশেষে দীর্ঘ দিন পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।  



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশে সুযোগ পেতে সাইফউদ্দিনকে প্রতিযোগিতায় নামতে হবে আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলামদের সঙ্গে। যদিও তরুণ এই অলরাউন্ডার বিষয়টিকে চাপ হিসেবে দেখছেন না।


সাইফউদ্দিন বলেন, 'দিনশেষে আমরা কিন্তু দল হিসেবে চিন্তা করি। আমার থেকে ভালো কেউ যদি আসে অবশ্যই তাঁকে স্বাগত জানাবো। আমার থেকে ভালো হলে অবশ্যই সে সুযোগ পাবে। আমার লক্ষ্য থাকবে এর চেয়ে আরও ভালো করে দলে জায়গা করে নেয়ার। আমার জায়গায় যে আসবে সে খারাপ খেলুক এটা আমি কখনোই চাইবোনা একজন পেশাদার ক্রিকেটার হিসেবে। আমি চাইবো ওর থেকে আরো ভালো স্কিল প্রমাণ করে দলে ঢোকার।' 


আগামী ১ মার্চ (রবিবার) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে মাশরাফি বিন মুর্তজার দল এরই মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পা রেখেছে। 



বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball