ইনজুরি 'অভ্যাসে' পরিণত হয়েছে সাইফউদ্দিনের
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পিঠের ব্যাথার কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস অলরাউন্ডার এর আগেও ভুগেছেন ইনজুরিতে। ইনজুরিকে রীতিমতো 'অভ্যাস' বানিয়ে ফেলেছেন উদীয়মান এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার তা স্বীকার করেছেন নিজেই। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরা সাইফউদ্দিন বলেন, 'সব পেসারই চোট সেরে মাঠে ফিরে। এটা অভ্যাস হয়ে গেছে। এটা আমার জন্য প্রথম না। অভ্যাস হয়ে গেছে।

চোটের কারণে হয়তো পাঁচ মাস বাইরে ছিলাম। কিন্তু আমি বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে।'
ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পিঠের ব্যাথায় ভোগেন সাইফউদ্দিন। একটানা মাঠের বাইরে থেকে পুনর্বাসনে অংশ নেন তিনি। ঘরে বা ঘরের বাইরে, এমনকি বিপিএলেও খেলা হয়নি তাঁর। এসব বিষয় সহজেই মেনে নিয়েছেন তিনি।
সাইফউদ্দিন আরও বলেন, 'এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব। খারাপ খেলবে বাইরে চলে যাব। চোটের তো কোন নিশ্চয়তা নেই। আমার পিঠের ব্যথা পুনর্বাসন প্রক্রিয়ায় ঠিক করেছি। এটা তো আসলে বলা যায় না।
আর চোট তো আসলে শুধু পিঠে না, হ্যামস্ট্রিং, গ্রোইন বা হাটুতেও হতে পারে। সব জায়গায় হতে পারে। গত পাঁচ ছয় মাস যা করে এসেছি সেগুলো করলে হয়তো এড়ানো যাবে। তবে কখন চোট হবে সেটা কিন্তু বলা কঠিন। ফিল্ডিং করতে গেলেও হয়ে যেতে পারে।'