অস্ট্রেলিয়ার বিপক্ষে সালমাদের বড় হার
ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশের মেয়েরা। অপরদিকে তৃতীয় ম্যাচে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়।
বাংলাদেশের বিপক্ষে এক উইকেটে ১৮৯ রান করে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি'র ঝড়ো ব্যাটিংয়ের সামনে অসহায় ছিল বাংলাদেশের মেয়েরা।

টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে রেকর্ড ১৫১ রান তোলেন হিলি এবং মুনি। ১৭তম ওভারের শেষ বলে উইকেটের দেখা পায় বাংলাদেশ। হিলিকে বিদায় করেন অধিনায়ক সালমা খাতুন। পুরো ইনিংসে ওটাই মেয়েদের একমাত্র সাফল্য।
৫৩ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৮৩ রান করেন বিধ্বংসী হিলি। মুনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৮ বলে ৮১ রান করে। এছাড়া অ্যাশলেইগ গার্ডনার ৯ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে এ দিন ছয় বোলার বল করেন। সবার ইকোনমি রেট সাড়ে সাতের ওপরে!
বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত নয় উইকেটে ১০৩ রান সংগ্রহ করে তারা। ফারজানা হক করেন সর্বোচ্চ ৩৬ রান। ১৯ রান আসে নিগার সুলতানার ব্যাটে। অস্ট্রেলিয়ার হয়ে ২১ রান খরচায় তিন উইকেট নেন মেগান স্কাট।
সংক্ষিপ্ত একাদশঃ
অস্ট্রেলিয়াঃ ১৮৯/১ (২০ ওভার)
(হিলি ৮৩, মুনি ৮১*; সালমা ১/৩৯)
বাংলাদেশঃ ১০৩/৯ (২০ ওভার)
(ফারজানা ৩৬, নিগার ১৯; স্কাট ৩/২১)