চ্যালেঞ্জ নিতে মজাই লাগেঃ নাঈম শেখ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে ডাক পেয়েছেন নাঈম শেখ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মূল একাদশে খেলার সুযোগ মিললে দিতে চান নিজের শতভাগ। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তরুণ এই ওপেনার।
বৃহস্পতিবার নাঈম বলেন, 'চ্যালেঞ্জ নিয়ে খেলার ব্যাপারটা মজাই লাগে আমার কাছে। সব সহজে হয়ে গেলে ভালো লাগে না। চ্যালেঞ্জ নিয়ে খেলাটা উপভোগ করি। সিনিয়র ভাইদের সঙ্গে খারাপ-ভালো এসব নিয়ে আলোচনা হয়। চাপের মুহূর্ত গুলো কিভাবে সামলাতে হয়, এসব নিয়ে কথা হয়।'

ওয়ানডে দলে নাঈমের ডাক পাওয়াটা অবশ্য আগে থেকেই পরিকল্পিত। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলার সময়ই ওয়ানডে দলে জায়গা পাওয়ার সংকেত পান তিনি। সংশ্লিষ্টরা নাঈমকে বিভিন্ন দিক নির্দেশনাও দেন সেসময়।
দেশের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাঈম। গত বছর ভারতের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটেও নিজেকে মেলে ধরতে চান।
নাঈম আরও বলেন, 'ভালো লাগছে, ওয়ানডে দলে ডাক পেয়েছি। স্যারদের সঙ্গে কথা হয়েছিল, যখন জিম্বাবুয়ের সঙ্গে বিসিবি একাদশের খেলা হচ্ছিল। তখন বলেছিল সাদা বলে অনুশীলন করতে, সামনে খেলা আছে। কথা হয়েছে আগেই।
সাদা বলের খেলা খুব উপভোগ কর??। বাড়িতে গিয়ে সাদা বলে কাজ করেছি। কিছু জিনিস আমাকে বলে দেওয়া হয়েছে কাজ করার জন্য। এসব নিয়েই কাজ করছি। প্রস্তুতি সব মিলিয়ে ভালো। মূল একাদশে যদি সুযোগ পাই, আমার ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব।'