অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুত মুরশিদা
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা, জানিয়েছেন দলটির ওপেনার মুরশিদা খাতুন।
ক্রিকফ্রেঞ্জিকে মুরশিদা বলেন, 'আমরা জানি যে অস্ট্রেলিয়া খুব ভালো দল, তবে আমরাও প্রস্তুত।'

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। ম্যাচটিতে ভারত সংগ্রহ করে ছয় উইকেটে ১৪২ রান। জবাবে বাংলাদেশ সংগ্রহ করে আট উইকেটে ১২৪ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে। ওপেনার মুরশিদা খাতুন সংগ্রহ করেন ৩০ রান। শক্তিশালী ভারতের বিপক্ষে রান পাওয়ায় আত্মবিশ্বাসী ২০ বছর বয়সী মুরশিদা।
ক্রিকফ্রেঞ্জিকে আরও বলেন, 'ভারতের সঙ্গে ব্যাটিং করে আমার আত্মবিশ্বাস বেড়েছে। তবে আউট না হলে খেলাটা ভিন্ন হতো। যখন আন্তর্জাতিক ম্যাচে কেউ রান করে তখন আত্মবিশ্বাস ভালো থাকে। আশা করি সেই আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব।'
ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি।