শক্তিশালী মিডল অর্ডার নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে লড়বে জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক পেস বোলিং অলরাউন্ডার চামু চিভাভার নেতৃত্বে এই সিরিজে অংশ নিচ্ছে সফরকারীরা।
স্কোয়াডে সবচেয়ে বড় চমক তরুণ অলরাউন্ডার উইসলে মাধেভের। যুব বিশ্বকাপের পারফরম্যান্সই জাতীয় দলের টিকিট দিয়েছে তাকে। ৬ ম্যাচে ১৫৮ রান ও ৮ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

পারিবারিক কারণে টেস্ট সিরিজে অংশ নেননি অলরাউন্ডার শন উইলিয়ামস। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ফিরেছেন তিনি। টেস্টে দলের অধিনায়ক হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এই গুরু দায়িত্বে নেই উইলিয়ামস।
সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর সহ ক্রেইগ আরভিনরাও আছেন দলে। শক্তিশালী মিডল অর্ডার নিয়েই সিরিজে লড়বে জিম্বাবুয়ে। এছাড়া টিনোটেন্ডা মুতোম্বোজি, উইসলে মাসভাউরেদেরও দলে রাখা হয়েছে।
এক মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ এবং ৬ মার্চ। প্রথম দুই ওয়ানডে বেলা ১টায় শুরু হলেও শেষ ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। এরপর ৯ এবং ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াডঃ
চামু চিভাভা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, টিনাসে কামুনহুকামে, উইসলে মাসভাউরে, টিমিসেন মারুমা, ক্রিস্টোফার এমপোফু, চার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতোম্বোজি, রিচমন্ড মুতুউম্বামি (উইকেটরক্ষক), অ্যাইন্সলে এনডিলভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ট্রিপানো, চার্ল্টন শুমা ও শন উইলিয়ামস।
১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশ ওয়ানডে দলঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।