নাঈমের সঙ্গে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপারঃ ভেটরি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের তরুণ স্পিনারদের নিয়ে কাজ করছেন ড্যানিয়েল ভেটরি। তাদেরই একজন নাঈম হাসান।
১৯ বছর বয়সী নাঈম সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৯ উইকেট শিকার করেন। দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়ে শিবিরে ধ্বস নামান এই ডানহাতি স্পিনার। এমন প্রতিভাবান একজন স্পিনারের সঙ্গে কাজ করতে পেরে তাই নিজেকে ভাগ্যবান মনে করছেন কিংবদন্তি ভেটরি।

জাতীয় দলের স্পিন বোলিং কোচ এই প্রসঙ্গে বলেন, 'দুই বছর আগে নাঈম অনূর্ধ্ব-১৯ দলে ছিল। এই সময়ে সে নিজেকে কতটা উন্নত করেছে, কতটা স্কিলফুল সে দেখুন। আমি খুবই ভাগ্যবান এমন ভালো মানের স্পিনারদের সঙ্গে কাজ করতে পারছি।'
নাঈমের পাশাপাশি অন্যান্য তরুণ স্পিনারদের নিয়েও আশাবাদী ভেটরি। তাঁর বিশ্বাস অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলে নিজেদের কাজটা ঠিকই বুঝতে পারবেন বিপ্লব, মিরাজদের মতো প্রতিভাবান স্পিনাররা।
'শুধু আন্তর্জাতিক ক্রিকেটার না, উঠতি স্পিনারদের সঙ্গেও নেটে আলাপ হচ্ছে। যত দিন যাবে তারা তত অভিজ্ঞ হবে , তারা বুঝতে পারবে আরো বেশি ভালো করতে তাদের কি করতে হবে। কিভাবে পারফর্ম করতে হবে তা অবশ্য বেশিরভাগই জানে।'