কোনো সময় খেলার জন্য বাদ পড়িনিঃ আল আমিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিভিন্ন সময় শৃঙ্খলাজনিত কারণে সংবাদের শিরোনাম হয়েছেন আল আমিন হোসেন। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে বিসিবির আচরণবিধি লঙ্ঘন করে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয়েছে এই পেসারের।
আল আমিন জানিয়েছেন, এই বিষয়গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। প্রায় ৪ বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন আল আমিন। তাঁর মতে পারফরম্যান্সের কারণে কখনও বাদ পড়েননি তিনি।

আল আমিন বলেছেন, 'আমি এতোটুকু বিশ্বাস করতাম। আমি কোনো সময় খেলার জন্য দল থেকে বাদ পড়িনি। যে ইস্যুগুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। নিজেকে পরিবর্তন করতে হবে। টিম ম্যানেজম্যান্ট টিম ম্যানেজমেন্টের জায়গায় থাকবে। আমি কতটুকু প্রস্তুতি নিয়ে আসছি এটার মধ্যে নির্ভর করবে আমার দলে থাকা না থাকা।'
কিছুদিনের ব্যবধানে বাংলাদেশের তিন ফরম্যাটের দলেই ফিরেছেন আল আমিন। এখন তাঁর লক্ষ্য আরও ভালো করা। নিজের লক্ষ্যের কথা জানিয়ে এই পেসার বলেছেন, 'আমি চেষ্টা করেছি তিন চার বছর আগে যে পারফর্ম করেছি তাঁর থেকে আমাকে অবশ্যই ভালো পারফর্ম করতে হবে টিমে থাকতে হলে। এটা মাথায় নিয়েই প্রস্তুতি নেই। দলে যখন সুযোগ পাই যতটুকু ছিলাম এর চেয়ে ভালো করার চেষ্টা করি।'
নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হাতি ডানহাতি এই পেসার। সাধারণ মানুষের মতো তিনিও ভুলের উর্ধ্বে নেই বলে মনে করেন আল আমিন। সময়ের পরিক্রমায় এখন নিজের ভুলগুলো বুঝতে পারেন তিনি।
আল আমিনের ভাষ্য, 'যখন ভুল করি তখন ভুলগুলো বুঝতে পারবেন। মানুষতো ভুল করেই মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। ডিসিপ্ল্যান ইস্যু হতে পারে, ক্রিকেটীয় ইস্যু হতে পারে। আমি সাদা বলে ভালো করছি না। আমি লাল বলে ভালো করছি না ওখান থেকে কিভাবে শিক্ষা নিচ্ছি সাদা বলে কিভাবে ভালো করতে হবে লাল বলে কিভাবে ভালো করতে হবে। সব কিছু মিলিয়ে শেখার তো শেষ নাই।'